আত্মার দংশনে
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৩৭

আত্মার দংশনে

সাহিত্য ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৪ ০৬:০৩:৫৩

    আত্মার দংশনে

আত্মার দংশনে কবিতার লেখক: শাকিল


           লেখক: শাকিল 


গগন রাজ্য আজ হারিয়েছে নীলটা, 


সাদা নয় এযেন ধূসর বিষন্নতা। 


সবাই সুখ চায় সুখ খোজার চেষ্টা, 


দেখার কেউ নেই প্রকৃতির বারতা।  


কতোই না অদ্ভুত এই মিথ্যে প্রচেষ্টা, 


উস্ক খুসকো আজ বাতাসের আত্মা। 


জানে না কি হবে আজকের শেষটা! 


চলছে অবিরাম আয়োজন পড়তা। 


নিস্তব্ধ রজনী দানবীয় হুংকারে, 


আকাশে চলে অগ্নি ত্রাসের আয়োজন। 


নিরবতা ভাংগে প্রকৃতির আর্তনাদে, 


রাত্রী হারায়েছে চিরচেনা আচরণ। 


বাতাস ভারী হয়েছে বারুদের গন্ধে, 


নির্বাক প্রাণী করছে অশ্রু বিসর্জন। 

আজকের সিলেট/ ২ জানুয়ারি/ ঈমন/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর