মধ্যনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪১

মধ্যনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৮:৩০:১২

মধ্যনগরে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ সদ্য অনুমোদিত এসএসসি কেন্দ্র পরিদর্শন, মতবিনিময় ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আয়োজন বিনোদন মুলক সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়। 

রোববার দুপুরে লায়েছ ভূঁইয়া খেলার মাঠে শিক্ষক মোঃমামুন মিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃআব্দুল বাতেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার। গেস্ট অব অনার রাজধানীর বিশিষ্ট শিল্পপতি ডাঃশেখ মহিউদ্দিন।এসময় বক্তব্য রাখেন ধর্মপাশা সার্কেলের এএসপি আরী ফরিদ আহম্মেদ, ধর্মপাশা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, ধর্মপাশা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির।

লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুর রাজ্জাক ভূইয়া, অধ্যক্ষ শফিকুল ইসলাম,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানী, মহিবুল কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব আহমেদ, আজিজুল হক, জাকিয়া সুলতানা প্রমুখ।

প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে আইজিপি মোঃআব্দুল বাতেন বলেন, মধ্যনগরের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াতে সর্বোচ্চ সহায়তা করব। এলাকায় একাধিক কৃতিসন্তান রয়েছেন। আসুন সকলি মধ্যনগরের উন্নয়নে কাজ করে যাই। লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫সাল এসএসসির পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য পরীক্ষার সার্বিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব প্রতিষ্ঠান গুরুত্বের সাথে পালন করার আহ্বান জানান। প্রতিটি শিক্ষার্থীদের স্বপ্ন ও অনুপ্রেরণা,মানসিক সহযোগিতা মুলক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর