‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৩.৭৩ শতাংশ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০১

‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৩.৭৩ শতাংশ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৬:০৭:০৫

‘বি’ ইউনিটে শাবিতে উপস্থিতি ৯৩.৭৩ শতাংশ


গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ সেশনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৩ দশমিক ৭৩ শতাংশ।

শুক্রবার দুপুরে শাবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খাঁন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শাবিতে ৬টি ভবনে ২ হাজার ২৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ১৫১ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, সবার সহযোগিতায় সুন্দরভাবে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর