গরমে কখনই পরবেন না এই চার রঙের পোশাক
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২১

গরমে কখনই পরবেন না এই চার রঙের পোশাক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ০৬:৩৮:৫৯

গরমে কখনই পরবেন না এই চার রঙের পোশাক


দেশে চলছে হিট অ্যালার্ট। কাঠফাটা গরমে ঘর থেকে বেরোলেই অনেকেই সম্মুখীন হচ্ছেন মাথা ঘোরাসহ নানা শারীরিক জটিলতায়। কিন্তু আপনি কি জানেন, দাবদাহের এ সময়কে আপনি আরও বেশি চ্যালেঞ্জিং করে গরম বাড়িয়ে তুলছেন ভুল রঙের পোশাক পরে?

জাপানের একটি গবেষণা বলছে, পোশাকের রং শরীরের তাপমাত্রা যেমন কমাতে পারে, তেমনি বাড়াতেও পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের গবেষক তোশিয়াকি ইচিনোসের নেতৃত্বে জাপানি বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় কীভাবে পোশাকের রং প্রভাব ফেলতে সক্ষম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে।

গবেষণায় গবেষক তোশিয়াকি ইচিনোস পরীক্ষার জন্য কড়া রোদে ৯টি ম্যানকুইনকে লাল থেকে হালকা সবুজ, হলুদ, নীল, কালো, সাদা বা গাঢ় সবুজসহ বিভিন্ন রঙের পোলো শার্ট পরান। তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট)। মাত্র পাঁচ মিনিট ম্যানকুইনগুলোকে রোদে রাখার পর গবেষকরা কাপড়ের ওপরিভাগের তাপমাত্রা পরীক্ষা করেন। সবচেয়ে শীতল ও উষ্ণতম পোলো শার্টের মধ্যে ২০ ডিগ্রি সেলসিয়াস পার্থক্য লক্ষ্য করেন তারা।

অনেকেই হয়তো জানেন, গরমে সাদা রঙের পোশাক পরলে স্বস্তি মেলে। অন্যদিকে কালো রং অতিরিক্ত তাপ শোষণ করে। তবে গবেষণায় পাওয়া যায় আরও নতুন তথ্য।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর