গুচ্ছ পরীক্ষার 'এ' ইউনিটে শাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০১

গুচ্ছ পরীক্ষার 'এ' ইউনিটে শাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০৬:৫৩:৩৮

গুচ্ছ পরীক্ষার  'এ' ইউনিটে শাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিজ্ঞান অনুষদের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থী মধ্যে উপস্থিত ছিলেন ৫ হাজার ১৯০ শিক্ষার্থী অর্থাৎ ৮৯.৩৩ শতাংশ। অনুপস্থিত ছিল ৬২০ জন শিক্ষার্থী।

শনিবার দুপুরে শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন ধরনের অসঙ্গতি ছাড়াই গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ, বি, সি, ডি, ই, কেন্দ্রীয় গ্রন্থাগার, ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, আগামী শুক্রবার মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৪০৯ জন সর্বশেষ শুক্রবার (১০ মে) বাণিজ্য অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষায় ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর